নুর মোহাম্মদ,গোমস্তাপুর:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন এলাকায় আশরাফ হোসেন আলিমের পক্ষে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ,গোমস্তাপুর ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বাবুল,সাংগঠনিক সম্পাদক রাধানগর ইউনিয়ন বিএনপি আব্দুর রশিদ ,সহ-সভাপতি রাধানগর ইউনিয়ন বিএনপি আব্দুল কাদির,আলিনগর ইউনিয়ন বিএনপি’র কোষাধক্ষ্য সালাউদ্দিন , বিএনপি নেতা ইসাহাক আলী, বিএনপি নেতা সুজন আলী সহ বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ। নেতা কর্মীরা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে আমরা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে । নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করা হবে বলে জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হচ্ছে।
