স্টাফ রিপোর্টার: ভোলাহাটে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল খালেক আগামী ৮মে প্রথম ধাপের নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে ভোটারদের কাছে ভোট ভিক্ষা প্রার্থনা করেছেন। আব্দুল খালেক ছোট থেকেই রাজনীতির সাথে জড়িত। পারিবারিক কাজ ফেলে রাজনীতির কর্মকান্ডে জড়িয়ে থেকেছেন জীবনের মূল্যবান সময়। তিনি ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিআরডিবি’র চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, মসজিদ, ঈদগাহের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন। এবার ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থন নিয়ে কাপ পিরিচ প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জনসেবার সুযোগ পেতে ভোটের মাঠে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক। ভোটের মাঠে কাপ পিরিচ প্রতীকে ভোট প্রার্থনায় রয়েছে দলের নেতা কর্মীরা। তিনি বিজয়ী হলে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানবসেবায় নিজেকে সবটুকু বিলিয়ে দিবেন এমন প্রত্যাশ এ প্রার্থীর। ভোটের মাঠে নাম প্রকাশে অনিচ্ছুক ভোটারেরা বলেন, ক্ষমতায় আছে আওয়ামী লীগ। আর ক্ষমতাশালী দলের নেতা আব্দুল খালেক। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলে উপজেলার উন্নয়ন হবে। ফলে আব্দুল খালেকের দিকে ভোটারদের নজর বেশি।
কাপ পিরিচের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল খালেক বলেন, আমি সারাজীবন নিজের সংসার বাদ দিয়ে মানুষের সেবা করেছি। আমি মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামী ৮ মে ভোলাহাট উপজেলার ভোটারেরা তাঁদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।