ব্যুরো প্রধান,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক
আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় রহনপুর পৌরসভার বিভিন্ন মোড়ে গণসংযোগ করেন। তিনি বুধবার সকাল দশটায় রহনপুর কলোনি মোড়, কলেজ মোড় ও রহনপুর বড়বাজারে এবং বিকেলে স্টেশন বাজার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান । এ সময় উপস্থিত ছিলেন,
বিএনপি নেতা ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বিশিষ্ট চাউল ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, সাবেক কাউন্সিলার ইউসুফ আলি, রফিকুল ইসলাম রফিক খান, বিএনপির প্রবীণ নেতা জামিল কাদরি, মাইনুল ইসলাম, যুবদলের সাবেক নেতা সাইফুল ইসলাম ডাবলু প্রমুখ।
