ভোলাহাটে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি পালন করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে সব পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ হয়ে যায়।রোববার সকাল থেকেই ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতির কারণে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রাখেন। এতে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। উদ্ভূত সংকটে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রোগীরা।

আন্দোলনরত ফার্মাসিস্ট মোঃ মহসিন আলী,মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জাকির হোসেন, ফার্মাসিস্ট মোঃ সারোয়ার জামিল,মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আবু সাইয়িদ জানান, বিগত তিন দশক ধরে তারা দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। কিন্তু তা বাস্তবায়নে সরকারের কোনও উদ্যোগ নেই। আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এছাড়াও তারা বলেন, কেন্দ্রী ভাবে কর্মসূচির যে ঘোষণা আসবে তা পালন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *