স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) উপজেলা জামায়াতের কলেজ মোড়স্থ নিজস্ব কার্যালয়ে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওঃ শামসুজ্জাম আলকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি লতিফুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারী আনোয়ারুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি ক্বারী মাও. মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবকে উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।