স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর ও নাচোল থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুক্রবার(২১নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর উপজেলা থেকে ১২ জন, গোমস্তাপুর ১২ জন এবং নাচোলে ১৬ জন রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত, সাজা ও মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি, মাদকসংশ্লিষ্ট, সন্ত্রাসী কর্মকান্ড, ডাকাতি, ছিনতাই, চুরিসহ অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওয়াসিম ফিরোজ বলেন, শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বিভিন্ন প্রকার অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
