চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অধিবাসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

নাচোল উপজেলা

মোঃ মনিরুল ইসলাম নাচোল : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা  ইউনিয়নে নিরাপদ অধিবাসন ও বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরন শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-ll) প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান মো:রবিউল ইসলাম (টিপু) কর্মশালায় সভাপতিত্ব করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচিব মোঃ মুকুল হোসেন।

কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নাচোল উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এবং কর্মশালাটি সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মো: মেসকাতুন আরিফিন এম আর এস সি কো-অর্ডিনেটর । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মো:নাহিদ আখতার ,গণমাধ্যম কর্মী, সম্ভাব্য অভিবাসী, প্রবাস ফেরত অধিবাসীর পরিবার, শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ, ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *