মোঃ মনিরুল ইসলামের নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ এবং পেট্রোলপাম্পে প্রায় ১৫ লাখ টাকা বকিয়ার তথ্য চাইতে গেলে তথ্য না দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান তার ব্যক্তিগত বাহিনী নিয়ে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার নাচোল প্রতিনিধি শাকিল রেজা, সাধারণ সম্পাদক দৈনিক জনবানী ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম ও অর্থ সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার নাচোল প্রতিনিধি আরিফুল ইসলাম তথ্য চাইতে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, আপনারা চাইলেই এভাবে তথ্য দেওয়া যাবে না। তথ্য আইনে আবেদন করেন, তারপরে তথ্য পাবেন। এরপরেই তিনি সাংবাদিকদের চার্জ করেন যে, আপনাদের পরিচয় কি, সাংবাদিকরা তাদের পরিচয় দেন। তখন তিনি প্রশ্ন করেন যে, যেনুইন কার্ড আছে কিনা। এরপর সাংবাদিকরা বলেন যে, আপনি তথ্য না দিয়েই আবার আমাদের প্রশ্ন করছেন কেন। তখন তিনি বলেন, আমার বাড়িতে এসেছেন পরিচয় দিতে হবেনা।
সাংবাদিকরা বলেন যে, আপনার বাড়ি মানে? এটা আপনার কর্মস্থল।তখন ডাঃ মিজানুর বেশি উত্তাপ্ত হয়ে সাংবাদিকদের উপর চড়াও হন এবং বলেন আমি একজন নির্বাহী অফিসার ক্যাটাগরির ব্যাক্তি। আমার সাথে কথা বললে হিসাব করে বলতে হবে। আমাকে আইন শিখাতে আসিয়েন না। আরো হুমকি দিয়ে বলেন, আমার অফিসে সরকারি কাজে বাধা প্রদান করতে এসেছেন।
এরজন্য আপনাদের কি করতে পারি জানেন। এসময় তার ব্যক্তিগত সংঘবদ্ধ বাহিনী সাংবাদিকদের উপর খারাপ আচরণ শুরু করে। এ সময় সাংবাদিকরা স্বাস্থ্য কর্মকর্তাকে মার্জিত ভাবে কথা বলার অনুরোধ করেন এবং তাকে তার পূর্বের কর্মস্থলের রিপোর্ট ভালো ছিল না মনে করিয়ে দিলে সান্ত হন।
উল্লেখ্য এর পূর্বে খুলনা মেডিকেলে কর্মরত অবস্থায় ডাঃ মিজানুর রহমানের নানা অনিয়ম দুর্নীতি ধরা পড়েছে। খুলনার সাংবাদিকরা অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে খুলনা প্রতিদিনের সাংবাদিকদের সাথে এইরকম খারাপ আচরণও করেছিলেন তিনি। এবং বিভিন্ন পত্রিকায় ও চ্যানেলে রিপোর্টও হয়েছে তার বিরুদ্ধে। পরে বিষয়টি নিয়ে পরিচালকের কক্ষে বসে সাংবাদিকদের নিকট ক্ষমা চান এ চিকিৎসক। ভিডিও চিত্রে আরও দেখা যায়, একজন রোগীর সাথে বাজে আচরণ করে। পরে তার বাড়ি গিয়ে সমাধান করেন তিনি।
