চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন উঠিয়েছেন ১২ জন

জাতীয় গোমস্তাপুর উপজেলা জেলা সংবাদ নাচোল উপজেলা ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার: সিইসি’র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ভোটের মাঠে লড়াই করতে মোট ১২ জন ফরম ক্রয় করেছে ।

দলের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল উপজেলা নিয়ে নির্বাচনি এলাকা। এ তিন উপজেলা থেকে ভোলাহাটে ২ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তাঁরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আব্দুস সামাদ ও উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বুল হোসেন।

গোমস্তাপুর উপজেলা থেকে ৬ জন তাঁরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও এমপি মু: জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুহাঃগোলাম মোস্তুফা বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মোঃআফসার আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোঃ কামরুল হাসান লিংকন,চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাঃ হালিমা খাতুন,গোমোস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন মন্ডল।

নাচোল উপজেলা থেকে মোট ৪জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্র নায়িকা  মাহিয়া মাহি  সরকার,শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মোঃআনোয়ারুল ইসলাম আনোয়ার,বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *