নাচোলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণকারী আলোচিত স্বাস্থ্য কর্মকর্তার বদলি 

নাচোল উপজেলা

মোঃ মনিরুল ইসলাম নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের বদলি হয়েছে।

তিনি গত জুলাই মাসে নাচোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

যোগদানের পর ঐ‌ মাসের ২৫ তারিখ নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, এ্যামবুলেন্স চলাচল বন্ধ এবং প্রেট্রলপাম্পে প্রায় ১৫লাখ টাকা বকিয়ার বিষয়ে তথ্য চাইতে গেলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক করেন তিনি। এ ঘটনায় বিভিন্ন পত্রিকা ও চ্যানেলে রিপোর্ট প্রকাশিত হলে চলতি মাসের ৯ তারিখ অর্থাৎ একমাসের মাথায় নাচোল থেকে ডাঃ মিজানুর রহমানের বদলি হয়।

তাঁর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন একেএম সাহাবুদ্দিন। সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার বিষয়ে  পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ টিএইচও ডাঃ কামাল উদ্দিনকে দ্বায়িত্ব দিয়েছিলাম। তার সাথে যোগাযোগ করতে বলেন । ডাঃ কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। টিএইচও ডাঃ মিজানুর রহমান তার পারিবারিক সমস্যা এবং অফিসিয়ালি কাজের তাড়া থাকার কারণে দ্রুত বদলি নিয়ে চলে গেছেন। তবে অতিসত্বর আমরা এবং মেডিকেল পরিচালনা কমিটির সদস্যরা সাংবাদিকদের নিয়ে বসে একটা মিউচাল করে নিব বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *