স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে রেশমচাষিদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) বিকেল নিজস্ব চত্বরে রেশমচাষি মো. সমরুদ্দিনের সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল্লাহ নাহিদ।এ সময় ভোলাহাট রেশমচাষি ও বসনী সমিতির সাধারণ সম্পাদক মো. সেকাম শেখ, ভোলাহাট রেশম চাষি ও সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরিফ বক্তব্য রাখেন।
