স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট জোনালরেশম সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে রেশম চাষিদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২আগষ্ট) বিকেল ৩টার দিকে উপজেলার চরধরমপুর গ্রামে রেশম চাষি মো. সমরুদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম। এ সময় সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মো. গোলাম কবির, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ নাহিদ, ভোলাহাট রেশম চাষি ও বসনী সমিতির সাধারণ সম্পাদক মো. সেকাম শেখ, ভোলাহাট রেশম বোর্ডের কর্মচারি মো. মনিরুল ইসলাম বক্তব্য রাখেন। প্রধান অতিথি তরিকুল ইসলাম বলেন, রেশম চাষে কোন প্রকার অবহেলা করা যাবে না। রেশম চাষ করে আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে পরিবারের সদস্যদের শান্তি ফিরে আসবে।
