স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্বদেন দ্বায়িত প্রাপ্ত ইউএনও আঞ্জুমান আরা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমার, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, ভোলাহাট পল্লী বিদ্যুৎ জোনের ডিজিএম মোঃ রেজাউল করিম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আছাবুর রহমান তারা, প্রকল্প বা¯ত্মবায়ন কর্মকর্তা শ্রী রতন কুমার, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ শাহাদাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা বিভিন্ন প্রতিযোগীতা ও সাংস্কৃতি অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।