স্টাফ রিপোর্টার:মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাত ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের ৩১টি জায়গায় আনন্দ উৎসাহের মধ্যদিয়ে আদায় করেছেন হাজারো মুসল্লি। আবহাওয়া ভালো থাকায় বেশ সুস্থিতেই ঈদের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরে মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন সবাই। ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন পোল্লাডাঙ্গা ঈদগাহে নামাজ আদায় করেন। ভাইস-চেয়ারম্যান গরিবুল্লাহ দবির পাঁচটিকরি, ভোলাহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার জাহান নামাজ আদায় করেন চাঁন শিকারি ঈদগাহে। এ সময় চেয়ারম্যান ঈদগাহের প্রাচীর নির্মাণের জন্য ১লাখ টাকা প্রদান করেন । গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মেডিকেল মোড়, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু মুশরীভুজা স্কুল সংলগ্ন ও জামবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া নামাজ আদায় করেন জামবাড়ীয়া ঈদগাহ ময়দানে।
ইসলামী ফাউন্ডেশনের তথ্যসূত্রে জানা যায়, উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নে ১০, গোহালবাড়ী ৪, দলদলী ৮ ও জামবাড়ীয়া ইউনিয়নে ৬টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও ভোলাহাট মডেল মসজিদ, বজরাটেক শাহী মসজিদ ও বজরাটেক আল ব্যাইয়ানাত মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলায় সকাল ৮টায় শুরু হয়ে ৯টা পর্যন্ত বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।