ভোলাহাটে এলাকাবাসীর অর্থায়নে পাইপলাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এলাকাবাসীর অর্থায়নে সড়কের পানি নিস্কাশনের জন্য ৩৯৬ ফিট পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে ঝাউবোনা বিএম কারিগরি কলেজের সামনে এ কাজের উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

স্থানীয়রা জানান, কলেজমোড় থেকে ঝাউবোনা, তাতিপাড়া ও চরধরমপুর সড়কের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত। এতে রাস্তায় নিয়মিত ভাঙন সৃষ্টি হয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীর। বহুদিনের এ সমস্যার সমাধানেই এলাকাবাসীর অর্থায়নে এবং ঝাউবোনা বিএম কারিগরি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সার্বিক সহযোগিতায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের পরামর্শে পাইপলাইন নির্মাণ কাজ শুরু হলো।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা এলজিইডির প্রকৌশলী মো.আহরাম আলী, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, ঝাউবোনা বিএম কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের মা মোসা. রাবিয়া খাতুন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, ভোলাহাট ইউপি সদস্য চেয়ারম্যান আজিজুর রহমান ও শামসুল হক, আব্দুস সামাদসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *