ভোলাহাটে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় করেছেন বিএনপি দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে কলেজ মোড় নবাব বিগ বাজার টেস্টি ফুড ক্যাফেতে মতবিনিময় করেন  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ইমদাদুল হক মাসুদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রদলের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ছিলেন।

এই আসনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হয় তাহলে কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টিসহ মানব কল্যাণে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে; আশা তাঁর। তিনি এই মতবিনিময় সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ জুলাই- আগষ্টের সকল শহীদদের রুহুের আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *