রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাসের জানাজা সম্পন্ন

গোমস্তাপুর উপজেলা

নুর মোহাম্মদ,গোমস্তাপুর : রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস শনিবার সকাল দশটায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর । তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। তার জানাজার নামাজ  রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে বিকেল ৫.৩০ মিনিটে  অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন তার বড় ভাই সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সচিব আব্দুল মান্নান, নাচোল উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, গোমস্তাপুর উপজেলা বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু,আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম,সাবেক মেয়র ও বিএনপি নেতা   তারিখ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা কর্মপরিষদ সদস্য  তরিকুল ইসলাম বকুল,

বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমির ড. মিজানুর রহমান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ফিটু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, সাবেক ছাত্রনেতা  মুক্তাদির বিশ্বাস, মমিনুল ইসলাম মমিন বিশ্বাস প্রমুখ। মৃত্যুকালে তিনি স্ত্রী চার মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছে । জানাযা শেষে তাকে  ডাইং পাড়া কবরস্থানে  দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *