স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা অটো মালিক সমিতির প্রত্যেক সদস্যকে সঞ্চয়ের টাকা প্রদান করা হয়েছে।
৬ মার্চ বিকেলে মেডিকেল মোড় অটো মালিক সমিতির অফিস সংলগ্ন আমবাগানে সমিতির সভাপতি মোঃ মিলন আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম ডালিমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা ও ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, সহ-সভাপতি মোঃ নিলু(সাবেক সেনা সদস্য)কার্যনিবার্হী কমিটির অন্যান্য সদস্যসহ সকল সাধারণ সদস্য। এ সময় ভোলাহাট উপজেলা অটো মালিক সমিতির ২’শ জন সদস্যকে সঞ্চয়কৃত টাকা থেকে প্রত্যেক সদস্যকে ১ হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়াও নিরাপদ সড়ক,নিরাপদ জীবন শীর্ষক আলোচনা, এলইডি লাইট অপসরণ, আয়- ব্যয় এবং বনভোজনের হিসাবসহ বিভিন্ন সচেতন মূল আলোচনা করা হয়।