ভোলাহাটে প্রাক্তন স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় বাড়ীতে আগুন

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাড়ীতে আগুন লাগিয়ে প্রাক্তন স্ত্রীকে হত্যার চেষ্টায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ৩ মার্চ রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দলদলী ইউনিয়ন পরিষদের উত্তরে ইউনুস আলীর মেয়ে মোসাঃ রেনুফা খাতুনের বাড়ি আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। মহুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির আসবাবপত্রসহ সম্পুর্ন বাড়ি পুড়ে যায়। এ ঘটনায় মোসাঃ রেনুফা খাতুন ৫ মার্চ ভোলাহাট থানায় তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

ভুক্তভোগী রেনুফা খাতুন অভিযোগ করে বলেন, আমি আমার প্রাক্তন স্বামীকে ডির্ভোস দিয়ে অন্য একজনের সাথে বিবাহ করে সংসার করছিলাম। এখবর পেয়ে এমদাদুল (প্রাক্তন স্বামী) ও তাঁর বন্ধুরা গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে আমার ঘরের দরজায় তালা মেরে আগুল লাগিয়ে পালিয়ে যায়। এক ঘরে আমি ও অন্য ঘরে আমার মা, ছেলে-মেয়ে শুয়ে ছিলাম। আগুন দেখে চিৎকার করতে লাগলে প্রতিবেশীরা এসে তালা ভেঙ্গে আমারদের বের করে।

তিনি বলেন, আমার এখন কিছুই নেই, সব পুড়ে শেষ হয়ে গেছে। পাড়া-প্রতিবেশীদের দেওয়া কাপড় পড়ে আছি। এলাকার মানুষ যা দিচ্ছে খেয়ে দিনে বেলা বাগানে ও রাতে অন্যের বাড়িতে থাকছি।

প্রতিবেশী শেখা খাতুন বলেন, বাঁচাও বাঁচাও চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি রেনুফার বাড়িতে আগুন জ্বলছে। দোঁড়িয়ে এসে দেখি তাঁরা ঘরের ভিতরে, দরজায় তালা মারা। দরজা ভেঙ্গে তাদের বের করি।

দলদলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার বাবু জাননা, ৩ তারিখ রাতে শুনতে পাই ইউনিয়নের পিছনে বাড়িতে আগুন লেগেছে। এসে দেখি বাড়িতে যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। ঘরের দরজায় তালা মারা ছিল মানুষজন এসে তাঁদের ঘর থেকে বের করেছে।

ভোলাহাট থানার অফিসার ইসচার্জ (ওসি) সুমন কুমার বলেন, এ ঘটনায় ভোলাহাট থানায় এজাহার হয়েছে। তদšত্ম সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগুনে রেনুফার বাড়ি পুড়ে ছাই হয়ে গেলে সে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন। তার উপর শত্রম্নতার জেরে যারা আগুন লাগিয়ে অসহায় পরিবারটিকে হত্যার চেষ্টা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *