স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -২( ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনে মোট পাঁচ জন এমপি প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ ২৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ স্বাক্ষরিত তালিকায় জানা যায়, জাতীয় পার্টি থেকে মুঃ খুরশিদ আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্ট থেকে মোঃ সাদেকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মুঃ মিজানুর রহমান , বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মোঃ আমিনুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ ইব্রাহিম খলিল ।
