স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। ২১ জানুয়ারি রবিবার রাতে উপজেলার ইসলামপুর মোড়ে রোদেলা টেলিকম কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ ও দৈনিক ইত্তেফাকের নাচোল সংবাদদাতা হাসানুজ্জামান ডালিমকে উপদেষ্টা করে ২০২৪ মেয়াদের নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটিতে দৈনিক আমাদের নতুন সময়ের নাচোল প্রতিনিধি, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের নাচোল ব্যুরো প্রধান ও দৈনিক চাঁপাই দর্পণের স্টাফ রিপোর্টার শাকিল রেজা সভাপতি এবং দৈনিক আমার সংবাদের নাচোল প্রতিনিধি ও জনপ্রিয় আইপি চ্যানেল জয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দৈনিক উপচারের নাচোল প্রতিনিধি আবদুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক মুক্ত খবর ও দৈনিক তৃতীয় মাত্রার নাচোল প্রতিনিধি ফারুক হোসেন ডন এবং অর্থ সম্পাদক হিসেবে সাপ্তাহিক ভোলাহাট সংবাদের নাচোল পৌর প্রতিনিধি ও দৈনিক সবুজ বাংলার নাচোল উপজেলা সংবাদদাতা মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আবদুর রহমান মানিক সভাপতিত্ব করেন। সভায় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন আলোচনা উত্থাপিত হয় এবং পদক্ষেপ গ্রহণ করা হয়।