স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার হেলাচি গ্রামের মোঃ আব্দুস সাত্তার বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ ও ভোলাহাট সরকারি ডিগ্রী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের ভাই। তাঁর জানাযার সময় ৪.৩০ মিনিটে। মরহুমের মৃত্যুতে আমরা ভোলাহাট প্রেসক্লাব, সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পরিবার গভীর ভাবে শোকাহত। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করছি।