মোঃ মনিরুল ইসলাম, নাচোল:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে। (২০শে আগস্ট) বুধবার বিকেলে নাচোল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নাচোল উপজেলা শাখার আহ্বায়ক হামিদুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বাবর আলী রুমন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, নাচোল পৌর শাখা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ডালিম।এছাড়াও ফতেপুর ইউনিয়ন যুবদলের (সাবেক) সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের (সাবেক) আহ্বায়ক সুজন আলী সহ নাচোল উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
