নুর মোহাম্মদ: দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মুসা সরকারের চাতালে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বতন্ত্র পদ প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, রহনপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস প্রমুখ। এছাড়া চৌডালা ইউনিয়নে রাত নয় টায় সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চুর চাতালে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী চুটু,ওর্য়াড সভাপতি তসলিম উদ্দিন পটল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, চৌডালা ইউনিয়ন যুবলীগ সভাপতি আঃ মালেক প্রমুখ।
সভায় আগামী ৭ ই জানুয়ারি ঈগল পাখি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং উন্নয়ন বুঝে নিবেন এমন বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী।