রহনপুর হোমিও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে করা অভিযোগে তদন্ত সম্পন্ন

গোমস্তাপুর উপজেলা

নুর মোহাম্মদ,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর হোমিও কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহর বিরুদ্ধে করা এলাকাবাসীর অভিযোগের তদন্ত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।জানা গেছে, গত ২৮ মার্চ এলাকাবাসীর পক্ষে কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মফিজউদ্দিন কলেজের সভাপতি ও ইউএনও বরাবর বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কলেজের তিনজন প্রভাষক ও একজন অফিস সহকারিকে চাকরিচুত্য করন । মনগড়া পকেট কমিটির মত ম্যানেজিং কমিটি গঠন এবং কলেজের তহবিল তছরুপ। সম্পত্তি ক্রয়ে অনিয়মসহ টাকা নিয়ে দুইজন খন্ডকালীন শিক্ষক নিয়োগ ও অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিত ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কলেজে অভিযোগকারী ও অভিযুক্তের উপস্থিতিতে তদন্তকাজ সম্পন্ন করেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, আমি উভয় পক্ষের বক্তব্য নিয়েছি।এ বিষয়ে খুব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন ইউএনও মহোদয়কে জমা দেয়া হবে।

এ বিষয়ে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল্লাহ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানানো হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *