গোমস্তাপুরে ১৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেলো স্বাস্থ্য সম্মত পায়খানা 

গোমস্তাপুর উপজেলা

ব্যুরো প্রধান,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে সেমি পাকা টয়লেটের চাবি ও মালামাল হস্তান্তর করা হয়েছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অগ্রদূত বাংলাদেশের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের বিশেষ বরাদ্দ বাবদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে স্মারক  চাবি ও মালামাল হস্তান্তর করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা বেগম সভাপতি অগ্রদূত বাংলাদেশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ শাহাদুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন অগ্রদূত বাংলাদেশ এনজিও সংস্থার নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল ও সাংবাদিক আবদুল্লাহ  আল মামুন নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় ও উপস্হিত সাংবাদিকেরা  উপকারভোগীদের কাছে তাদের অভিব্যক্তি জানতে চাইলে রওশনি বালা, ফুলন দেবী, প্রমিলা রানীসহ অন্যান্যরা বলেন, বিগত দিনে আমরা উন্মুক্ত  স্থানে মলত্যাগ করতাম এতে করে জমির মালিক বকাবকি করতো এছাড়াও আমরা দিনের বেলা মলত্যাগ করতে লজ্জা পেতাম। সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসম্মত সেমি পাকা তৈরি করে দেয়ার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও অগ্রদূত বাংলাদেশকে ধন্যবাদ জানাই এবং আমরা পরিষ্কার-পরিচ্ছন্নভাবে টয়লেট গুলো ব্যবহার করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি। শেষে তাদের চাবি ও টয়লেটের মালামাল হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *