স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ভোট কেন্দ্রে ব্যালট বাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে এ সব বিতরণ শুরু হয়। আনুষ্ঠানিক ভাবে ব্যালট বাক্সসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাজাহান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী সহ অন্যান্য কর্মকর্তারা। উপজেলার মোট ৩৭ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারেরা ব্যাট বাক্সসহ অন্যান্য উপকরণ বুঝে কেন্দ্রে কেন্দ্রে চলে যান। ভোলাহাটে মোট ভোটার সংখ্যা ৮৪হাজার৭’শ ৮৩ জন।
উল্লেখ্য নির্বাচনী উপকরণের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, মুছে যায় না এমন কালি, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্পপ্যাড, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি, সুই—সুতা প্রভৃতি।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম বলেন, ৭জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এদিন কেন্দ্রে কেন্দ্রে ভোর সাড়ে ৪টার সময় ব্যালট পেপার বিতরণ শুরু হবে।