গোমস্তাপুরে গভীর নলকূপ স্থাপনে বিএমডি’র অনিয়মের প্রতিবাদে অভিযোগ  

কৃষি গোমস্তাপুর উপজেলা জাতীয় সারা দেশ

মোঃ এরশাদ আলী,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার  পার্বতীপুর ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ডের মেহেরপুর গ্রামের নিমইল মৌজায় অগভির নলকূপে শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের স্কিমে প্রায় ৫০ বিঘা জমিতে সেচ দেয়া হয়।কিন্তু হঠাৎ করে  নিয়মবহির্ভূত ভাবে এ স্কিমের পাশে বিএমডিএ’র অনুমতি নিয়ে মোঃ সুমন নামে এক ব্যক্তি গভীর নলকূপ খনন কাজ শুরু করেছে । বিষয়টি জানতে পেরে  রবিবার (১৫সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী  বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন ঐ স্কিমের ভুক্তভোগী কৃষকগন। উল্লেখ  মোহাম্মদ নাসির উদ্দিন অগভীর নলকূপ হতে মোঃ সুমন এর বোরিং মাত্র ২০০ ফিটে দূরত্বে  যা বিএমডিএ’র নিয়ম বহির্ভূত। এবিষয়ে বিএমডিএ’র সহকারী প্রকৌশলী বলেন, এটা ইঞ্জিনিয়ারের ভুলের কারণে হয়ে গেছে। বর্তমানে এর কার্যকারিতা স্থগিত করা হয়েছে এবং গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *