স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর :গোমস্তাপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল দশ টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল আলম স্যামল, উপজেলা প্রানী সম্পদ অফিসার কাওসার আলি, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম , ব্র্যাক প্রতিনিধি আঃ আওয়াল, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেল প্রমুখ। পরে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, উপজেলা সমন্বয় সভা ও সন্ত্রাস প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।