গোমস্তাপুরে ইউএনওর সাথে  দুর্ব্যবহারের অভিযোগঃপ্রতিবাদে বিএনপির বিক্ষোভ 

গোমস্তাপুর উপজেলা রাজনীতি

নুর মোহাম্মদ,ব্যুরো প্রধান,গোমস্তাপুর :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউএনও’র সাথে বিএনপি নেতার দুর্ব্যবহারের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি’র অপরাংশের নেতাকর্মীরা।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ  সমাবেশ করে তারা।এতে নেতৃত্ব দেন বিএনপির সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের অনুসারী বিএনপি নেতা আশরাফুল ইসলাম। সমাবেশে বক্তারা অভিযোগ করেন,সোমবার দুপুরে রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি নারী ইউএনও নিশাত আনজুম অনন্যার সাথে চরম দুর্ব্যবহার করেন।যা দেশের বর্তমান প্রেক্ষাপটে খুবই দুঃখজনক।তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা সেখানে উপস্থিত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদকে বিষয়টি অবহিত করেন এবং স্থানীয় প্রশাসনকে সব রকম সহায়তায় আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর  ইউনিয়ন বিএনপি নেতা  হাসান সরদারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা এনায়েত করিম তোকি জানান, বিষয়টি তেমন কিছু না।রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির একটি অংশ এ বিক্ষোভ সমাবেশ করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান,প্রশাসনে কাজ করতে গিয়ে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। তবে তিনি বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *