ব্যুরো প্রধান,গোমস্তাপুর: সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায় শ্লোগানকে সামনে রেখে গোমস্তাপুর উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল দশ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি কৃষ্ণ চন্দ্র, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ট্রাক বন্দোবস্তো সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক জামিল আলম কাদরি, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ, উপজেলা হিসাব রক্ষন অফিসার আজিজুর রহমান প্রমুখ
