অসহযোগের পক্ষে ভোলাহাটে বিএনপির লিফলেট বিতরণ

ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার: অসহযোগ আন্দোলন সফল করতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এ লিফলেট বিতরণ করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন ও সরকারকে অসহযোগ করার আন্দোলনের পক্ষে ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তিনদিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মোজাম্মেল হক চুটু।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসাঃ শাহানাজ খাতুন, দলদলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাকিম আলী, ভোলাহাট উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদ, যুবদল নেতা মোঃ আব্দুল আজিম, মোঃ জুবায়ের হোসেন, ছাত্রদল নেতা মোঃ রানা হোসেন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। ৭ জানুয়ারির ভোট বর্জন, সরকারকে সকল ধরনের কর ও খাজনা দেওয়া বন্ধসহ অসহযোগ সফল করার আহ্বান জানান।

আরো দেখুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *