ভোলাহাটে নৌকার প্রার্থী জিয়ার গণসংযোগ

ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ—২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনে নৌকার মাঝি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান এমপি মুহঃ জিয়াউর রহমান ২৪ ডিসেম্বর ভোলাহাটের গোহালবাড়ী ও ভোলাহাট সদর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

সকালে উপজেলার মেডিকেল মোড়, কলেজ গেট, হলিদাগাছী, উপজেলা পরিষদ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, বজরাটেক, ফুটানি বাজারসহ বিভিন্ন মোড় মোড়ে, বাড়িতে গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বুল হোসেন, মোঃ সেলিম রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, মহিলা নেত্রী জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ সাবিহা সুলতানা কেয়া, জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ শাহাজাদী বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থক ভোটার উপস্থিতি ছিলেন।

আরো দেখুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *