এরশাদ আলী,গোমস্তাপুর:প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড রহনপুর সাংগঠনিক অফিসের উদ্যোগে “প্রতিটি পরিবারকে করব নিরাপদ ও সুদ মুক্ত” বিষয়ের এক বাছাইকৃত কর্মী সহযোগী গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) রহনপুর মিনি স্টার ফুট চাইনিজ রেস্টুরেন্ট ইয়াম্মি এক্সপ্রেস ৩য় তলা ছাদবাগানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, রহনপুর সাংগঠনিক অফিসের জিএম ও ইনচার্জ আব্দুল্লাহ আল ইমাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি ব্যবস্থাপনা পরিচালক (এএমডি উন্নয়ন) মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এভিপি-১ ও ইনচার্জ রাজশাহী কর্পোরেট জোন মোঃ শহিদুল ইসলাম, ইভিপি-২ ইনচার্জ চাঁপাইনবাবগঞ্জ জোন মোঃ আশরাফুল আলম সিদ্দিকী।সঞ্চালনায় ছিলেন রহনপুর সাংগঠনিক অফিসের জিএম ও ইনচার্জ আব্দুল্লাহ আল ইমাম। অনুষ্ঠানে তিনটি ইয়াতিম পরিবারকে মৃত্যু দাবির চেক প্রদান করা হয়।
