গোমস্তাপুরে সেচ্ছাসেবী সংস্থা কতৃক এক অসহায় নারীকে ঘর প্রাদান

গোমস্তাপুর উপজেলা সারা দেশ

ব্যুরো প্রধান,গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের বাংগাবাড়ি উন্নয়ন  ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংস্থা কতৃক একটি অসহায় নারী কে ঘর প্রাদান করা হয়। রবিবার বিকেলে বাংগাবাড়ি দাড়িপাতা গ্রামে টিনের তৈরি ঘর করে দেন এই সংগঠনের সদস্যরা। এই সময় উপস্থিত ছিলেন,বাংগাবাড়ি স্কুল ও কলেজ অধ্যক্ষ  মোস্তফা কামাল। সাবেক অধ্যক্ষ  বদিউজ্জামান ( দুলু),প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাকিম, বাংগাবাড়ি  উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি  আল মামুন( সাদ্দাম) উপদেষ্টা প্রভাষক  বাংগাবাড়ি স্কুল ও কলেজ  জুয়েল আলম,  সদস্য  নাজমুলসহ অন্যান্যরা। এ সময় তারা রুপালী বেগমকে ঘর প্রদান করা হয় । আশরাফুল হককে চিকিৎসা বাবদ অর্থ , স্বর্গীয় মুচি  রমেশ এর কন্যাদের পড়ালেখা খরচ বাবদ অর্থ প্রদান করা হয় । উল্লেখ্য যে  রূপালী বেগম  বাংগাবাড়ি রহনপুর ও সিংগাবাদ ( ভারত) রেললাইনের ধারে  বসবাস করতেন  তার একমাত্র ছেলে  তাকে রেখে চলে যায়। এরপর একই এলাকার  নাসিমা বেগম  তাকে আশ্রয় প্রদান করে  তার বাড়ির বারান্দায়  থাকতে দেয়। মেয়েটির কষ্ট দেখে  বাংগাবাড়ি উন্নয়ন  ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংস্থা জানতে পেড়ে তাকে ঘর প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *