ব্যুরো প্রধান,গোমস্তাপুর : যথাযোগ্য মর্যাদায় গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মঙ্গলবার সকাল আট টা তিরিশ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এরপর ডিসপ্লে প্রদর্শন, ক্রিয়া প্রতিযোগিতা, ও রহনপুর আহাম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, অফিসার ইনচার্জ গোমস্তাপুর আব্দুল বারিক, জেলার সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, বীর মুক্তিযোদ্ধা আঃ সাওার বিশ্বাস,
উপজেলা প্রকৌশলী আছহাবুর আলী, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ওয়াসিম আকরাম , পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রামানিক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী প্রমুখ। মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক কমান্ডার মোস্তফা কামাল , উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। আলোচনা শেষে মহান বিজয় দিবসে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
