গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন  

গোমস্তাপুর উপজেলা জাতীয় সারা দেশ

এরশাদ আলী,গোমস্তাপুর : যথাযোগ্য মর্যাদায়  গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল আট টায় রহনপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, অফিসার ইনচার্জ  আব্দুল বারিক, জেলার সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী,রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি,

উপজেলা হিসাব রক্ষণ অফিসার আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার  ইসাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ওয়াসিম আকরাম , পৌরনির্বাহী কর্মকর্তা  খাইরুল হক , পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রামানিক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম,  আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী প্রমুখ। বিকেলে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন , বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, আব্দুল মজিদ , উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গোমস্তাপুর ইনচার্জ মহাতাব আলী, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামিম হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের ও জুলাই শহীদদের স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *