ব্যুরো প্রধান,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে রজিবুল ইসলাম রজিম (৩০) নামে এক বাংলাদেশী গরু রাখালের মৃত্যু হয়েছে । ২ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে সীমান্তের ভারতীয় অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত রজিম রোকনপুর (ঠাকুরপুকুর) এলাকায় শ্বশুর বাড়ীতে বাস করতেন। তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমইল গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।
ঐএলাকার মহাল্লাদার সেলিম আলী নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রজিবুল শনিবারে রাতে গরু আনতে ভারতে যান। তাঁর সাথে অন্য গরুর রাখাল ছিল। ঐ রাতে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা পালিয়ে গেলেও ঐ রাখাল গুলিতে নিহত হন । তিনি আরোও বলেন, ঐ সীমান্তের ২২০,২২৩,২০১,২২৬ নং পিলারের ভারতীয় অভ্যন্তরে মহিলা ক্যাম্প এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে পারে বলে জানান। রজিবুল ইসলামের ২ ছেলে ও এক শিশু কন্যা রয়েছে। রুকুনপুর বিজিবি তাঁর বাড়িতে এসে খোঁজ খবর নিয়েছেন বলে জানান।
রোকনপুর বিওপির নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজিবি সদস্য জানান, ভারতের মালদহ জেলার হবিবপুর থানা আরকে ওয়াদা ও আগরাবাদের ক্যাম্পের মাঝখানে আন্তর্জাতিক মেইন ২২৫ পিলারের ৪ কিলোমিটার অভ্যন্তরে পালকি ব্রিজের কাছে তাঁর মরদেহ পড়ে ছিল। সন্ধ্যায় দুইদেশের বিওপি পর্যায়ে পতাকা বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।
নিহতের স্ত্রী সেরিনা বেগম জানান, লোক মুখে শুনেছি ভারতীয় অভ্যন্তরে মারা গেছে।
১৬বিজিবি নওগাঁর উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক মুঠো ফোনে বলেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। বিএসএফকে জানানো হয়েছে।