স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু.জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা কাছে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান ও প্যানেল চেয়ারম্যান জাহানারা পারভীন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব,চৌডালা ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামলসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা