মোঃ মনিরুল ইসলাম,নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “যৌন হয়রানীকে না বলি ও সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি”- এ শ্লোগানকে উপজীব্য করে উপজেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাকের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পৃথকভাবে সচেতনতামূলক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আদিবাসী একাডেমী মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বেসরকারী সংস্থা ব্র্যাকের ২৫ জন আদিবাসী যুব সংগঠনের কিশোর-কিশোরীর অংশগ্রহণে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌন হয়রানী, বাল্য বিবাহের ক্ষতিকর দিক, নেশা থেকে মুক্তি এবয় উচ্চ শিক্ষার গুরুত্বের বিষয়ে আলোচনা হয়।
সচেতনামূলক যুব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ ও ব্র্যাকের টেইনার মাইদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের প্রতিনিধি জাহিদুল ইসলাম, নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহীম, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম, সাংবাদিক নাসিম ও আদিবাসী একাডেমীর সভাপতি। শ্রী বিধান সিং। আলোচনায় শেষে যুব সমাবেশে ব্র্যাকের আদিবাসী যুবদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।