ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত আহত-১

জাতীয় ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট – রহনপুর সড়কে এক কলেজ শিক্ষক নিহত আহত বেসরকারি কোম্পানীর কর্মকর্তা।

স্থানীয়রা জানান,রবিবার (৩০ নভেম্বর) ভোলাহাট -রহনপুর সড়ক দিয়ে বাড়ীর উদ্যেশ্যে মোটরসাইকেল যোগে নাচোল উপজেলার কাজলা গ্রামের মুনসুর রহমানের ছেলে এম এক্স এন মর্ডান হারবাল ফুড লি: এর ডিএস মোঃ এমদাদুল হক (৩৭) ও শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের শিক্ষক হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে কোম্পানির জিপিএস মিঠুন কুমার দাস(৪৩) বাড়ির উদ্দেশ্যে ভোলাহাট মেডিকেল মোড় থেকে রওনা দেন। কয়েক মিনিট পর ছাইতনতলা নাম স্থানে আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কোচ ম্যাক্স এ্যান্টারপ্রাইজ যার নং ঢাকা মেট্রো-ব-১২-১৬৬৩ পিছন থেকে ছুটে গিয়ে চালক মোঃ আব্দুর রহমান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর চালক এমদাদুল হক ছিটকে দূরে পড়েন এবং পিছনে বসে থাকা মিঠুন ঘটনাস্থলে পড়ে গেলে সরাসরি বাসের চাকায় চাপা পড়ে তাঁর মাথা ক্ষতবিক্ষত হয়ে মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যান। দূর্ঘটনার খবরের সাথে সাথে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।  আহত ব্যক্তি শংকামুক্ত বলে জানান দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোসা: জামিলা আক্তার।এ রিপোর্ট লেখা পর্যন্ত  রাত পৌনে দশটা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় শত শত জনতা পুলিশের উপর ক্ষীপ্ত হয়ে উঠেন। পরে রাস্তায় ইট ফেলে  চলাচল বন্ধ করে দেন। এদিকে রাস্তায় নিহত ব্যক্তির রক্ত ও মাথার মগজ পানি দিয়ে ধূয়ে আলামত নষ্ট করায় ফায়ার সার্ভিস কর্মীদের উপর ফুঁসে উঠেন উপস্থিত জনতা। এব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন, তাদের টিম দূর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাস্তায় রক্ত পানি দিয়ে পরিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, আমিসহ টিম নিয়ে ঘটনাস্থলে যাচ্ছিলাম। শুনলাম ঐখানে জনতা ক্ষীপ্ত হয়ে আছে যার কারনে ঘটনাস্থলে যেতে গিয়ে রাস্তা থেকে ফিরে যাচ্ছি। এখন আমরা আসামী ধরবো বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *