স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার সকল সাংবাদিকের সাথে ইফতার ও সৌজন্য স্বাক্ষাত করলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাঃ আব্দুল খালেক।
রবিবার (২৪ মার্চ) ১৩ রমজান ভোলাহাট উপজেলার কলেজ মোড়ের নবাব বিগ বাজারের টিএফসি’তে প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান ডুলু, আলমগীর রেজা মেম্বার, আওয়ামী লীগ নেতা মোঃ হাবিল উদ্দিন দোয়েল সহ অন্যরা।
এ সময় উপজেলার সকল সাংবাদিকদের সাথে উপজেলার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোহাঃ আব্দুল খালেক। এ সময় উপজেলা ইফতারের পূর্ব মুর্হূতে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।