স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের পক্ষে বিএনপির নেতা কর্মীরা।
সোমবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার বিভিন্ন বাজারে আশরাফ হোসেন আলীমের পক্ষের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে প্রচারপত্র (লিফলেট) পৌঁছে দেন। সেই সাথে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সামাউল ইসলাম বাবুল,
রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবুর রহমান, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, গোমস্তাপুর থানার জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম মেম্বারসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা বলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দিকই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসেবে কাজ করবে।
তারা আরও বলেন, এগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জিত হবে।
