ভোলাহাটে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় 

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ ।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ১৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ভোলাহাটে যোগদান করেন তিনি।

ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন,  আগামী দু’মাস খুব চ্যালেঞ্জিং সময়। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সেহেতু সবদিক চোখ কান খোলা রাখতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা দরকার। এছাড়াও উঠে আসে সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের আর্থিক সহায়তা প্রদান, সড়ক দুর্ঘটনা কমাতে পদক্ষেপ নেওয়া, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা, সড়ক দখল করে খড়ি ও গরু বেঁধে রাখা দূর করাসহ নানা বিষয় আলোচনা হয়। সাংবাদিকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ভোলাহাট উপজেলার উন্নয়ন করতে চান নবাগত ইউএনও। তিনি টাংগাইলের ধনপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি ভোলাহাট উপজেলায় বদলী হয়ে আসেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রুবেল আহমেদ,বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন, আমার দেশ ভোলাহাট প্রতিনিধি আলি হায়দার, আমার সংবাদের প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মইনুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম, শাহ কবিরসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *