ব্যুরো প্রধান,গোমস্তাপুর ঃ দেশীয় জাত,আধুনিক প্রাযুক্তি প্রানীসম্পদে হবে উন্নতি স্লোগানকে সামনে রেখে গোমস্তাপুরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত উদ্বোধন করা হয়েছে । উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল দশ টায় একটি র্যালী হাসপাতাল থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ওয়াসিম আকরাম এর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। স্বাগত বক্তব্য রাখেন ভেটেনারি সার্জন বরুন কুমার প্রামানিক। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, সফল খামারি মুসলেহ উদ্দিন সরকার প্রমুখ। প্রধান অতিথি উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, পোলট্রি, দুগ্ধজাত পণ্য ও কৃষি–উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন,“প্রাণিসম্পদ দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার মাধ্যমে গোমস্তাপুরে দুধ, ডিম ও মাংসে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব।
