ব্যুরো প্রধান,গোমস্তাপুর: আসুন মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করি শ্লোগান কে সামনে রেখে স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তির মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গন উন্নয়ন কেন্দ্র আয়োজনে (এফ এসটিআইপি) প্রােগ্রামের বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, রহনপুর পিএম আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ, ইমাম নয়ন আলি, কাজি আয়েস উদ্দিন, উপজেলা প্রজেক্ট অফিসার গণ উন্নয়ন কেন্দ্র ফারজানা সারমিন, ইমামনগর মনের মিল সমিতির সভানেত্রী শিরীন আক্তার প্রমুখ। বক্তারা আলোচনা সভায় নিজ নিজ অবস্থানে থেকে সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য আহ্বান জানান।
