স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলকে শেষ বিদায় জানাতে জনতার ঢল। চির নিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের গোরস্থানে নামাজে জানাযা শেষে একই স্থানে দাফন করা হয়। জানাযার পূর্বে স্মৃতিচারণ বক্তব্য দেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, মরহুমের বাবা মেসের আলী মাষ্টার, মামা কামালউদ্দিন, সময় টিভিতে কর্মরত সহকর্মী আসাদুজ্জামান, সাংবাদিক আলাউদ্দিন পারভেজ। জানাযায় তার পরিবারের সদস্য, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বন্ধু, সহকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন অংশ গ্রহণ করেন। এর আগে গত মঙ্গলবার তিনি ঢাকার মগবাজারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবা-মাসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন। তিনি সময় টেলিভিশনে চাকুরীরত থাকায় ঢাকার একটি বাসা বাড়িতে একাই থাকতেন।
মাজহারুল ইসলাম সজল লেখালেখির পাশাপাশি বেশকিছু প্রামাণ্য চিত্রও নির্মাণ করেন। তিনি ছাত্রাবস্থায় সাপ্তাহিক গৌড় সংবাদে রহনপুর পৌর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে ২০১৩ সালে সময় টেলিভিশনে বার্তা বিভাগের প্রযোজনা হিসেবে কাজ শুরু করেন। মাঝে কিছুদিন সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করার পর পুণরায় তিনি ওই টেলিভিশনে সহযোগী প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে সাপ্তাহিক ভোলাহাট সংবাদ ও অনলাইন পোর্টাল দৈনিক ভোলাহাট সংবাদ পরিবার আমরা শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
