ব্যুরো প্রধান, গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলায় বই বিতরণ উৎসব উদযাপন করা হয়। সোমবার সকাল ১০ টায় রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে ছাত্রদের মাঝে উৎসমুখর পরিবেশে বই তুলে দেন রহনপুর প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক রহনপুর শাখা ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান, সিনিয়ার শিক্ষক শরিফুল ইসলাম, আব্দুল মতিন., শিক্ষক শরিফ উদ্দিন, গোমস্তাপুর উপজেলা প্রসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, এছাড়া রহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদযাপন করে। এখানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন , সহকারী শিক্ষা অফিসার সুশান্ত কুমার, রির্সোস সেন্টার ইন্সটেকটর আশরাফুল করিম, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।