স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৬১তম জন্মদিন উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রহনপুর কলেজ মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলার আশরাফুল হক। মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন
চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন,
বিএনপি নেতা ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বিশিষ্ট চাউল ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, সাবেক কাউন্সিলার ইউসুফ আলি, রফিকুল ইসলাম রফিক খান, বিএনপির প্রবীণ নেতা জামিল কাদরি, মাইনুল ইসলাম, যুবদলের সাবেক নেতা মনিরুজ্জামান ডাবলু প্রমুখ। আলোচনা শেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন মাওলানা সোলায়মান আলী।
