নাচোলে বিএনপি দলের নির্বাচনী কমিটি গঠন 

নাচোল উপজেলা রাজনীতি

মোঃ মনিরুল ইসলাম নাচোল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের মত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌরসভায় ৫৭টি ভোট কেন্দ্রে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী কমিটি গঠন শুরু হয়েছে।এরি ধারাবাহিকতায় মঙ্গলবার ১৬সেপ্টেম্বর বিকেলে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সেন্টার কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে নেজামপুর ইউনিয়ন বিএনপি দলের নেতৃবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী।এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, প্রভাষক ও বিএনপি নেতা আলাউদ্দিন, আসিক মাহমুদ। এছাড়াও বিএনপির নেতা এনামুল হক, নজর ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, বদর উদ্দিন, নাসিরুল ইসলাম নাসিম আহমেদ সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *